আপনজন ডেস্ক: সম্পদের বিচারে মুকেশ আম্বানিকে টপকে গেলেন বিজেপি ঘনিষ্ঠ গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়োনিয়ার সমীক্ষা অনুযায়ী, শুধু ভারত নয়, এশিয়ার মধ্যে শীর্ষ ধনী হলেন ৫৯ বছর বয়সি গৌতম আদানি। ব্লুমবার্গ সূত্র জানিয়েছে, মুকেশ আম্বানির ৮৭.৯ বিলিয়ন ডলার টপকে গিয়ে গৌতম আদানির সম্পদ বেড়ে ৮৮.৫ বিলিয়ন ডলার হয়েছে। তাই চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া ব্যাক্তিদের মধ্যে গৌতম অন্যতম। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ বিলিয়ন মার্কিন ডলার যোগ হয়েছে তার। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী। গৌতম আদানির কয়লা খনির ব্যবসার পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, বিমানবন্দর, ডাটা সেন্টার ও প্রতিরক্ষা কাঠামো নির্মাণের ব্যবসা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানি গুজরাতের ভূমিপুত্র। আহমদাবাদে তার জন্ম। ১৯৮৮ সালে আদানি গোষ্ঠীর সূচনা হলেও মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম আদানি এখন এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী হয়ে উঠলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct