আপনজন ডেস্ক: অবশেষে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। স্বরাষ্ট্র মন্ত্র অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, 'লাভ জিহাদ' এ দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বিজেপি ফের ক্ষমতায় এলে। মুসলিমদের হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করা রুখতে এই পদক্ষেপ নেবে বিজেপি সরকার। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দরিদ্ররা দুটি করে গ্যাস সিলিন্ডার পাবে, ৬০ বছরের বেশি বয়সি মহিলাদের গাড়িভাড়া লাগবে না। আর কলেজ পড়ুয়া মহিলাদের বাইক উপহার দেওয়া হবে। বিধবাদের মাসে দেড় হাজার টাকা পেনশন দেওয়া হবে।
তবে, গত পাঁচ বছরে বিজেপি উত্তরপ্রদেশের জনগণের জন্য কি কি ভালো কাজ করেছে তা নিয়ে তেমন কোনও উল্লেখ নেই বিজেপির এই নির্বাচনী ইস্তেহারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct