রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের দফতরে সোমবার কান্দির পৌর নির্বাচনের জন্য প্রথম দফায় কান্দি পৌরসভার ১৮ টা ওয়ার্ডের মধ্যে ১১ টা ওয়ার্ডের কংগ্রেস পার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন কান্দি শহর কংগ্রেসের সভাপতি সাহিত্য প্রদীপ সিংহা কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। কান্দি শহর কংগ্রেসের আহবায়ক অলোক কুমার অধিকারীর স্ত্রী শ্রাবণী অধিকারী। এছাড়াও কান্দি পৌরসভার অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন নতুন মুখের পার্থী মনোনয়ন জমা দেন। এদিন কান্দি মহকুমা শাসকের দফতরের কংগ্রেস নেতারা মনোনয়ন পত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আসন্ন পৌর নির্বাচনে তৃণমূলের নানান দুর্নীতিকে সামনে রেখে কান্দি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শহর কংগ্রেসের আহ্বায়ক অলোক কুমার অধিকারী বলেন " কান্দির মাটি কংগ্রেসের শক্ত খাঁটি, দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পৌরসভা ছিল, কংগ্রেসের ১৩ জন কাউন্সিলর কে ভুল বুঝিয়ে তৃণমূলে নিয়ে গেলেও সাধারণ মানুষ কিন্তু কংগ্রেসেই আছে। " অন্যদিকে কান্দি মহকুমা শাসকের দপ্তরে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন দেবজ্যোতি রায় ও শান্তনা রায়। প্রসঙ্গত পৌরসভার ক্ষেত্রে দাদা বৌদি হিসাবে পরিচিত। সোমবার কান্দি পৌরসভার ১২ এবং ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেন।
১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর শান্তনা রায় এবং ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শান্তনা রায়ের স্বামী তথা এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। উল্লেখ্য বিধানসভার আগে বিজেপিতে যোগদান করেছিলেন দুজনই কিন্তু নির্দল হিসাবে কেন প্রার্থী এ বিষয় প্রশ্ন করা হলে দেবজ্যোতি রায় বলেন " কান্দির মানুষ আমাকে বার বার নির্দল হিসাবে দেখতে চেয়েছে, আমি তাদের উপহার দিয়েছি, এ বছরেরও মানুষের কাজের জন্য আমাকে চেয়েছে। " মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কান্দি মহকুমা শাসকের দপ্তরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার এবং আই সি সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct