আপনজন ডেস্ক: মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড সমস্যায় ভুগতে পারেন। বহু মানুষের শরীরেই দেখা দেয়। বেশির ভাগ মানুষেরই একটা ভুল ধারণা থাকে যে এই রোগ কেবল বড় বয়সে হয়। তেমনটা কিন্তু একেবারেই নয়। শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা যেতে পারে। সন্তানধারণের প্রাথমিক পর্যায়ে ভ্রূণ অবস্থাতেই এই গ্রন্থি তৈরির কাজটি শুরু হয়ে যায়। অনেক শিশুর শরীরে জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বাচ্চাদের থাইরয়েড গ্রন্থি পরিণত হয় না। অপরিণত থাইরয়েড গ্রন্থি শরীরে পর্যাপ্ত থাইরয়েডের জোগান দিতে পারে না। নবজাতক শিশুদের থাইরয়েড হওয়ার কারণ বেশির ভাগটাই বংশানুক্রমিক। তাছাড়াও শরীরে আয়োডিনের অভাবের কারণেও এই রোগ হতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। বিশেষ কিছু ওষুধ খেলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আপনার শিশু থাইরয়েড সমস্যায় ভুগছে কিনা তা যেভাবে বুঝবেন। আপনার শিশুরও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। শিশু খুব ঘুমাচ্ছে এবং মোটেই খেতে চাইছে না। বাচ্চাদের ওজন হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে। অনেক সময় জ্বর না থাকলেও শিশুর শরীরে কাঁপুনি দেখা যায়। শরীরে পেশির সক্ষমতা তেমন একটা দেখা যায় না। হাইপোথাইরয়েডের সমস্যা থাকলে জন্মের পর জন্ডিসের সমস্যা প্রকট হয়। এক্ষেত্রে বাচ্চারা অনেক শারীরিক সমস্যায় বেশ কিছু দিন ভোগে। এসব লক্ষণ থাকলেই যে আপনার শিশু থাইরয়েডের সমস্যা রয়েছে এমনটা নয়। তারপরও সতর্ক থাকা ভালো। জন্মের সময় কোনো শিশুর থাইরয়েড সমস্যা থাকলে সেই শিশুর স্বাভাবিক বিকাশ ব্যহত হতে পারে। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে এক বার থাইরয়েড পরীক্ষা করিয়ে নেওয়াই শ্রেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct