আপনজন ডেস্ক: ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়েই। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ভাইরাসের এই রূপ নিয়ে বিশেষজ্ঞরাও চালিয়ে যাচ্ছেন নানা গবেষণা। বিভিন্ন মানুষের শরীরে ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে ওমিক্রনের ফলে। করোনার এই নতুন রূপ ডেল্টার তুলনায় কম সক্রিয় হলেও, অনেক বেশি সংক্রামক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এর উপসর্গ আগের চেয়ে অনেকটাই মৃদু। করোনার প্রভাব শ্বাসযন্ত্র ও ফুসফুসের উপরে সবচেয়ে বেশি পড়ে। তবে বর্তমান করোনা পরিস্থিতি ফুসফুসের উপর কম প্রভাব ফেলায় হাসপাতালগামী আক্রান্তের সংখ্যা অনেক কম। ওমিক্রনের সাধারণ কয়েকটি উপসর্গ যেমন- সর্দি, জ্বর, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, পেশিতে ব্যথা ইত্যাদি। দুটি টিকা নেওয়া থাকলে আক্রান্ত হলেও কোনো কঠিন শারীরিক সমস্যার মুখোমুখি হতে হবে না, এই ধারণা থেকে অনেকেই এসব উপসর্গ সাধারণ ফ্লু ভেবে ভুল করছেন।
অনেকেই টের পাননি যে, তিনি এরই মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। ঠান্ডা, গলা ব্যথা, জ্বর ও পেশিতে ব্যথা তো সাধারণ ফ্লুতেও হয়, এই ভেবে অনেকে কোভিড টেস্টও করছেন না। তাই বোঝা মুশকিল হয়ে পড়ছে কার কোভিড হয়েছিল আর কার নয়। চলুন জেনে নেওয়া যাক কোন লক্ষণে জানান দেবে আপনি অজান্তেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। ওমিক্রনের কারণেও আপনি ভুগতে পারেন হজমের সমস্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ওমিক্রনে আক্রান্ত হলে ডায়রিয়া, খিদে কমে যাওয়া, বমি বমি ভাব ও হজমের সমস্যা দেখা দিতে পারে। করোনার কোনও উপসর্গ না থাকা সত্ত্বেও স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়ছে? হতে পারে আপনি উপসর্গহীন করোনা আক্রান্ত ছিলেন কিন্তু একদমই টের পাননি। হঠাৎ করেই যদি হাত-পা বা মুখের ত্বকে কোনো ফুসকুড়ি দেখা দেয়, তাহলে এড়িয়ে যাবেন না। ত্বকের সমস্যাও ওমিক্রনের লক্ষণ বলে জানিয়েছেন অনেক চিকিৎসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct