আপনজন ডেস্ক: কাশ্মীর সংকটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান চায় চীন। এ অঞ্চলের পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন কোনো ‘একতরফা হস্তক্ষেপের' বিরোধিতাও করেছে তারা। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকে কাশ্মীর নিয়ে চীন এমন অবস্থানের কথা জানায়। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের ধীরগতি ও পাকিস্তানে নানা প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনাসহ দুই দেশের মধ্যকার নানা ইস্যু নিয়ে আলোচনা করতে চার দিনের বেইজিং সফরে যান ইমরান খান। রবিবার ছিল সফরের শেষ দিন। সফরে তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বৈঠকে নানা আশ্বাস এসেছে সি চিন পিংয়ের পক্ষ থেকে। ইমরান খানকে তিনি জানিয়েছেন, পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির লড়াইয়ের প্রতি চীনের দৃঢ় সমর্থন রয়েছে। আর সিপিইসি প্রকল্প সামনের দিকে এগিয়ে নিতে হাত মিলিয়ে কাজ করবে দুই দেশ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে সবার সাধারণ স্বার্থ রক্ষা করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এ দুই দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct