এহসানুল হক,বসিরহাট,আপনজন: ওরা গরিব অসহায় দুঃস্থ , মেধা থাকা সত্বেও অর্থের অভাবে দুটো বই কিনতে পারে না। আস্তে আস্তে তারা পড়াশুনো থেকে দূরে সরে যাচ্ছে। তাই তাদের কথা ভেবে এমন দুস্থ অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিনামূল্যে ৫০০ জনকে পুস্তক প্রদান করা হল। বসিরহাট সংগ্রামপুর এলাকায় সমাজসেবী বারিক বিশ্বাস এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ছাত্রবন্ধু পাশাপাশি ক্লাস ফাইভ থেকে নবম শ্রেণি পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হয়। এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার ছাড়াও বিশিষ্টজনেরা। সমাজসেবী রারিক বিশ্বাস বলেন, আমরা সব সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে রয়েছি আজ দেখলাম বহু অসহায় দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রী তারা তাদের মেধা থাকা সত্ত্বেও অর্থের অভাবে বই কিনতে পারে না তাই তাদের কথা মাথায় রেখে পুস্তক বিতরণ করা হল। যাতে তারা নতুন আঙিনায় পা রাখতে পারে। এদিন সালমা, ফারহানা ইনজামামুল ,শওকতরা বলেন ,আমার বাবা মা অর্থের অভাবে বই কিনে দিতে পারেন না তাই আজ বারিক বিশ্বাসের মত মানুষকে পেয়ে তার হাত থেকে বই নিতে পেরে আমরা খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct