এম মেহেদী সানি,বারাসত,আপনজন: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে নবাগত প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ সুপারদের সম্মাননা প্রদান ও আসন্ন পৌর নির্বাচনী কর্মসূচি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রবিবার ওই সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের তত্বাবধানে বারাসাতের নীলদর্পণ সভাকক্ষে নবাগত প্রধান শিক্ষক-শিক্ষিকা সুপারিনটেনডেন্টদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়৷ এ প্রসঙ্গে শিক্ষক নেতা একেএম ফারহাদ বলেন ‘সারাবছর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসূচীর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠন সরকারের নির্দেশ মতো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালনে রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বলে একেএম ফারহাদ জানান।’ নবাগত প্রধান শিক্ষক-শিক্ষিকা সুপারিনটেনডেন্টদের হাতে সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের কার্যকারী সভাপতি নূরুল হক বৈদ্য সংগঠনের কার্যকলাপ বিষয়ে অবগত করেন সেইসঙ্গে দলীয় নির্দেশ মত প্রত্যেকটি কর্মসূচি পরিচালনা করার আহ্বান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা জামিয়া ইসলামিয়া গার্লস হাই মাদ্রাসার সাহানা শিরীন, স্বরূপনগর ওসিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ সাহেব আলি, হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা শম্পা পাত্র।
এছাড়া বিভিন্ন মাদ্রাসার প্রধানদের মধ্যে ছিলেন সেখ জাহাঙ্গীর আলম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইমতিয়াজ উদ্দিন, রুহুল আমিন, আব্দুর অদুদ, মোঃ আব্দুর রউফ মোল্লা, সেখ এসকার আলি, তাজ মোহাম্মদ, উম্মে নৌরিন, অধ্যাপক তৌসিফ, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কুতুব আখতার, জার্জিস, আব্দুল খালেক খান, মোমতাজুল হক, আক্কাস, আসাদুজ্জামান মন্ডল, শিক্ষক সওগাত হোসেন পিয়াদা, পরিমল বিশ্বাস, মানস, ফিরোজ, জিয়াউর, সুরজিৎ রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct