রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: কোভিড আবহে বন্ধ রয়েছে স্কুল। মাঝে বার কয়েক স্কুলগুলিকে আংশিকভাবে খোলা হলেও, তা বেশিদিন খুলে রাখা যায়নি। করোনার বাড়বাড়ন্তের ফলে আবার বন্ধ হয়ে গিয়েছে স্কুল। এই সময়ে পড়ুয়াদের ভরসা ছিল একমাত্র অনলাইন ক্লাস। কিন্তু তাতেও সমস্যা। অনেকের কাছেই স্মার্টফোন নেই, আবার অনেকের ফোন থাকলেও নেটওয়ার্কের সমস্যা। এমন পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। ৭ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কাল থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। তবে পাড়ায় পাড়ায় শিক্ষার বিরোধিতা করে করেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন।
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে এসআইও পক্ষ থেকে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষাঙ্গনে পঠনপাঠনের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করা হয় আন্দি খরর্জুনা ও কুলি এলাকায়। রবিবার কুলি বাজার সংলগ্ন এলাকায় ট্যাবলো পরিক্রমা ও পথসভা করা হয়। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ বলেন “পাড়ায় শিক্ষালয় নয়, পাড়ার ছেলে মেয়েদের শিক্ষা লয়ে শিক্ষা চাই। অষ্টম শ্রেণী থেকে শ্রেণীকক্ষে বসানো গেলে প্রথম শ্রেণী থেকে শ্রেণীকক্ষে বসিয়ে ক্লাস নিতে সমস্যা কী? “প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী গত ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম শ্রেণী থেকে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেন । সংগঠনটি মনে করেন দীর্ঘদিন শিক্ষাঙ্গন বন্ধ থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আর কোন টালবাহানা নয় তাদের দাবি পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী খুলে দিতে হবে। পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ‘পাড়ায় শিক্ষালয়’ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, এটি অবৈজ্ঞানিক ও অদূরদর্শী একটি সিদ্ধান্ত বলে মনে করছে এসআইও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct