আপনজন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববার নিজেদের ১০০০তম ওয়ানডে খেলতে নামে ভারত। ম্যাচে ৬ উইকেটের জয় কুড়ায় রোহিত শর্মার দল। আগে ব্যাট করে মাত্র ১৭৬ রান তুলতে পারে উইন্ডিজ। লক্ষ্যটা ২৮ ওভারেই পেরিয়ে যায় ভারত। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যর্থতার বড় স্কোর পায়নি উইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান আসে সাতে নামা জেসন হোল্ডারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান বাঁহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের।
অধিনায়ক কাইরন পোলার্ড মারেন গোল্ডেন ডাক। এক পর্যায়ে ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে হোল্ডার-অ্যালেনের ৭৮ রানের জুটিতেই মূলত দেড়শ’ পেরোয় তাদের ইনিংস। ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে তারা।
ভারতের হয়ে ৪৯ রানে ৪ উইকেট নেন চাহাল। অফস্পিনার ওয়াশিংটন সুন্দর নেন ৩টি। পেসার প্রসিদের শিকার ২ উইকেট।রান তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই ৮৪ রান তোলে ফেলে ভারত। ৩৬ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। বিরাট কোহলি করেন ৮ রান। উইকেটরক্ষক ঋষভ পন্তও টিকতে পারেননি। ৯ বলে ১১ রান করে কাটা পড়েন রানআউটে। অধিনায়ক রোহিত শর্মা ৫১ বলে ৬০ রান করে আউট হন। ১১৬ রানে ৪ উইকেট হারানোর পর সূর্যকুমার যাদব-দীপক হুদার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় ভারতের। সূর্যকুমার ৩৬ বলে ৩৪ এবং হুদা ৩২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। উইন্ডিজের হয়ে ২ উইকেট নেন পেসার আলজারি জোসেফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct