নকিবউদ্দিন গাজী,ডায়মন্ডহারবার,আপনজন: দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রকাশিত দুটি প্রার্থী তালিকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে ৯ নম্বর ওয়ার্ডে প্রথম প্রকাশিত তালিকা থাকা শিক্ষক স্বপন দাস, পাশাপাশি আরেকটি তালিকা ওই ওয়ার্ডে নাম ঘোষিত হয় এক্স কাউন্সিলর পূর্ণেন্দু সরকার। ৪ নম্বর ওয়ার্ডে রাজশ্রী দাশের নাম থাকলেও তাও আবার দ্বিতীয় তালিকায় নাম নেই। ১০নম্বর ওয়ার্ডে প্রাক্তন চেয়ারম্যান মীর হালদারের নাম থাকলেও দ্বিতীয়তে বাদ দিয়ে সৌমেন তরফদার এর নাম আসে। অন্যদিকে বাবা ও মেয়ে পৌরসভার প্রার্থী তালিকায় নাম আশায় তা নিয়ে গুঞ্জন শুরু হয় ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন প্রণব কুমার দাস, এখন প্রণব বাবু ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন, মৌমিতা দাস, প্রণব কুমার দাসের মেয়ে আবার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন। সবমিলিয়ে ডায়মন হারবার পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু করলেও কিছুটা বিভ্রান্তির মধ্যে দিয়ে আছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে এমন বিভ্রান্তিকর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কিছুটা হলেও আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার জন্য অনেকটাই এগিয়ে থাকল ডায়মন হারবার পৌরসভা তৃণমূল কংগ্রেসের এমনটাই বক্তব্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct