বিদ্যার দেবী
তাপস কুমার বর
____________
যুগের তারুণ্য আজ কত উন্নত...
হতে পেরেছি কি আমরা সভ্য?
শিক্ষা তুমি পেরেছো কি নিজেকে মুক্ত....
দেখো পেছনে অ-খাদ্যে ফুটো থালায় ওরা কি অসভ্য?
আজ পঞ্চমী বিদ্যার দেবীর আরাধনায় সকলে মত্ত...
স্কুল,কলেজ কত প্রতিষ্ঠানে চলছে বিদ্যা গড়ার স্বপ্ন।
কোটি কোটি পার্থনা শিক্ষার দ্বারে......
বিদ্যা দাও বিদ্যার দেবী আমরা হতে পারি সু-সভ্য।
দেখো ওরা কত শত আজও অভুক্ত,
বারোমাস দোরে দোরে ওরা সাদা ভাতে শূন্য!
আজও গ্রাম-নগরের রাস্তায় কেন....
রক্তমাখা মৃত ধর্ষিতা নগ্ন?
উত্তর আজও মান্ধাতারী আমল থেকে অন্ধ....
রাস্তার ফুটপাতে ফুটো থালায় কেন ওরা অসভ্য?
বিদ্যার দেবী জাগাও জ্ঞানের মানবধর্ম....
সভ্যের সাম্রাজ্যে আমরা হয়েছি কেন বোবা মুর্খ?
ধর্ম-বর্ণে কোথায় সেই মানবতার কর্ম?
পৃথিবীতে আমরাই বলি আমরাই নাকি শ্রেষ্ঠত্বের সভ্য!
পেছনের ওই গোপন অন্ধকারে.....
ভেবে দেখো কোটি কোটি সরস্বতী আছে কি সুরক্ষিত?
শিক্ষা তুমি সেদিন হবে মানবতায় সভ্য...
কোটি কোটি শিক্ষার সাম্রাজ্যে,
বিদ্যার দেবীর কাছে আমরা হবো নতুন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
হয়তো সেদিন হবে সব মুক্ত....
আর কেউ চিৎকার করে কখনো বলবে না,
আমি গ্যালিলিওর অন্ধ কারাগারে আজও আবদ্ধ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct