বিশ্বাস
সৌমেন্দু লাহিড়ী
____________
তোমার সাথে হল যখন দেখা
তখন আমি পঞ্চাশোর্ধ খোকা।
তোমার প্রেমের আলতো একটু ছোঁয়া,
এটাই এখন আমার বিশেষ পাওয়া।
আগে যদি দেখা মোদের হত
তাহলে ঠিকই জীবন পালটে যেত।
এখন আর পস্তিয়ে কি হবে,
পরজন্মে ঠিকই মিলন হবে।
তখন তোমার বয়স হবে ষোলো,
আঠেরো আমি, বাসবো তোমায় ভালো।
তব আবদার হোক যত কঠিন,
তোমার জন্য আনব সোনার হরিণ।
তোমার প্রেমে ডুব দিয়ে এই দীন,
তোমাতেই হবে প্রতিক্ষণে সে বিলীন।
তোমার আমার প্রেম হবে স্বর্গীয়,
যুগে যুগে মোরা হয়ে রব স্মরনীয়।
রতিদেবী আর কামদেব অবাক হবে,
পুষ্পবাণও কাছে এসে ফিরে যাবে।
তোমার আমার প্রতিটি মিলনক্ষণ,
করবে স্মরণ প্রেমের পূজারীগণ।
মোদের জন্য আবার জন্ম নেবে
বৈষ্ণব কবিগণ এই ভবে।
তোমার আমার নিয়ে প্রেম কথা,
রচিত হবে প্রচুর কবিতা।
কবিতার যত সুন্দর সব কলি,
নিয়ে হবে এক প্রেম-পদাবলী
শত সহস্র মানুষ করবে পাঠ,
ছন্দে নাচবে আকাশ হতে মাঠ ঘাট।
স্বয়ং কৃষ্ণ করবেন আশীর্বাদ,
পরজন্মে মিটবে মোদের সাধ।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct