বসে আঁকো
শীলা সোম
____________
বসে আঁকো, প্রতিযোগিতার বসেছে আসর,
সেথায় বসে আঁকছে সবাই, আহা! কী সুন্দর।
একসাথে বসেছে যত কচি কাঁচার দল,
সৃষ্টির আনন্দেতে তারা, সবাই যে উচ্ছ্বল।
সেথায় যে কত শিল্প সত্ত্বা স্বপ্ন মেলে ধরে,
সবই যে যাবে বৃথা হয়ে, করোনার খপ্পরে।
হুজুগে বাঙালীর হুজুগ, যখন যা মনে হয়,
যত্রতত্র ‘বসে আঁকো’, নেই করোনার ভয়।
বিশ্ব জুড়ে মহামারী, বেড়ে চলেছে সংক্রমণ,
লকডাউন তার তরে, বাইরে বেরোনো বারণ।
বিবেচকের মতে, প্রতি যোগিতা, এখন ঠিক নয়,
উঠেছে ঝড়, থামুক আগে, যাক করোনার ভয়।
এক সাথে বসে প্রতিযোগিতা, রঙ তুলি হাতে,
দেখায় তাদের শিল্পকলা, আনন্দে তে মাতে।
পাশাপাশি, ঘেঁষাঘেঁষি করে, স্হান সংকুলান,
দূরত্ব বজায় রাখাটা যে একদম বেমানান।
এভাবেই ছড়ায় রোগ, হতে হবে সাবধান,
বসে আঁকো পরে হবে, বাঁচুক আগে প্রাণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct