সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: শাসক-বিরোধী দু’পক্ষের প্রার্থী তালিকা ঘোষণার পর জমে উঠেছে বাঁকুড়ার পৌর ভোটের লড়াই। এবার এই পৌরসভার সব থেকে আকর্ষণীয় ও নজরকাড়া ওয়ার্ড হিসেবে সামনে আসতে চলেছে ১১ নম্বর ওয়ার্ড। এখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার আসরে প্রাক্তন উপ পৌরপ্রধান তথা বর্তমান ‘প্রশাসক’ তৃণমূলের অলকা সেন মজুমদার বনাম প্রাক্তন পৌর প্রধান সিপিআইএমের শিউলী মিদ্যা। দুই এই ‘প্রাক্তনী’র লড়াই ঘিরে জমজমাট বাঁকুড়ার পুর যুদ্ধ। শনিবার সরস্বতী পূজোর সকালে নিজের পাড়ার মণ্ডপে পুজো দিয়ে প্রতিদ্বন্দিকে টেক্কা দিতে যখন বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত তৃণমূলের অলকা সেন মজুমদার, ঠিক তখন ‘রান্না পুজো’ উপলক্ষ্যে বাড়িতে রান্নায় ব্যস্ত সিপিআইএমের শিউলী মিদ্যা। তবে এতো সবের মাঝেও প্রতিদ্বন্দিতে খাটো চোখে দেখতে মোটেই রাজী নন তিনি। প্রচারের ফাঁকে তৃণমূলের অলকা সেন মজুমদার বলেন, গত পাঁচ বছর এই ওয়ার্ডে আমার উন্নয়নকে সামনে রেখেই প্রচার করছি। ‘প্রতিপক্ষ’ বলে সামনে কেউ নেই। এমনকি সিপিআইএমের শিউলী মিদ্যাকেও প্রতিপক্ষ হিসেবে গুরুত্ব দিতে নারাজ বলে তিনি জানান। সিপিআইএমের শিউলী মিদ্যা ‘প্রতিপক্ষ’কে কখনোই খাটো করে দেখতে রাজী নন। তিনি বলেন, আমাদের নীতি আর আদর্শের লড়াই। যখন শূণ্য শতাংশ তখনও রাস্তায় থাকি, প্রশাসনে থাকলেও মানুষের জন্য সেই রাস্তাতেই থাকি। প্রচার চলছে, তবে সরস্বতী পুজোর দিন বন্ধ রেখেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct