অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: বহিরাগত প্রার্থী মানি না’ এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায়। ২২ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী পছন্দ নয়, বহিরাগত প্রার্থী চলবে না। এমন পোস্টার সামনে আশার বিষয়টি নিয়ে ঐ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানান, ‘কে বা কাহারা পোস্টার লাগিয়েছে তার জানা নেই।’ এর পেছনে তৃণমূলের কেউ নেই বলে সাফ জানিয়েছেন প্রার্থী নিজেই।
উল্লেখ্য, আসন্ন পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। গতকাল রাজ্যের ১০৮ পুরসভার জন্যেই প্রার্থী তালিকা প্রকাশকরে তৃণমূল। বালুরঘাট পুরসভা নির্বাচনের জন্য ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী’র। সেখানে ‘বহিরাগত প্রার্থী মানি না’ এমন পোস্টার লাগানোর বিষয়টি সামনে এসেছে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী জানান, দল যখন যাকে যেখানে যেভাবে দায়িত্ব দেয় সেটা দলের সম্পূর্ণ সিদ্ধান্ত। আর এই বিষয়টি দলের হাতে ছেড়ে দেয়াই ভাল। দল যখন একবার বলে দিয়েছে, দলের স্বীকৃতিকে মান্যতা দিয়েই আমি আমার কাজে এগিয়ে যাব। এটা সম্পূর্ণ বিজেপির তৈরি করা। কারণ এই এলাকায় বিজেপির রাজ্য সভাপতি থাকেন। এগুলো সম্পূর্ণ কুৎসা রটনার জন্য করা হয়েছে। এই এলাকায় যাতে আমাদের মধ্যে বিবাদ বাঁধানো যায় তার জন্য পুরো চক্রান্ত করা হয়েছে। এখানে বিজেপি সংগঠন বলে কিছুই নেই। আমি বারবার এই কথা বলেছি। কিভাবে ভোট টাকে বানচাল করা যায় সেই চেষ্টা চালাচ্ছে বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct