মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদিয়ার শান্তিপুর ও বীরনগরের পর এবার রাণাঘাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যজুড়ে শাসকদলের পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা হতে নদীয়া জেলা জুড়ে সমর্থনে উচ্ছ্বাস মিছিল তৃণমূল কর্মী-সমর্থকদের কোথাও বা দেখা গেল প্রার্থী পছন্দ না হওয়ার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেল নদীয়া জেলার বিভিন্ন পৌরসভা এলাকায়। নবদ্বীপ তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে উচ্ছ্বাস মিছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। শুক্রবার নবদ্বীপ ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেন ঝন্টু লাল দাস।তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে নবদ্বীপ ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা।ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা একটি উচ্ছ্বাস পদযাত্রা মিছিল করলেন গোটা পাঁচ নম্বর ওয়ার্ড জুড়ে। নদীয়া শান্তিপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডে উৎপল সাহাকে তৃণমূলের টিকিট দেওয়া নিয়ে বিক্ষোভ এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তাদের দাবি দল কোনভাবেই তাদের সঙ্গে শলা-পরামর্শ না করেই টিকিট দিয়েছে এমন এক মানুষকে যে বিগত চার বছরের মধ্যে কোনভাবেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি। বরং গত বিধানসভা নির্বাচনে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে জয়ী করারমূল কান্ডারী বিপ্লব বিশ্বাসের নাম আলোচিত হলেও শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়। এলাকাবাসীর দাবি বিপ্লব বিশ্বাসকে এই ওয়ার্ডের প্রার্থী করতে হবে। যতদিন না পর্যন্ত প্রার্থী বদল এর সিদ্ধান্ত নিচ্ছে দল ততদিন পর্যন্ত আমরা দফায় দফায় বিক্ষোভ করছি করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct