আপনজন ডেস্ক: মরক্কোর গভীর কূপে পড়ে গিয়েছে এক শিশু। তাকে উদ্ধারে চলছে প্রাণপণ অভিযান। শনিবার সেই উদ্ধার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে প্রবেশে করেছে। পাঁচ বছর বয়সী ছেলেটির কাছে পৌঁছানোর জন্য শুক্রবার রাতভর কাজ করেছেন উদ্ধারকর্মীরা। রায়ান নামের পাঁচ বছর বয়সী ওই শিশুটি কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৪ ফুট নিচে পড়ে যায়। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চলছে। শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে মরোক্কাবাসী। হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন ঘটনাস্থলে। শুক্রবার উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য্য ধরে লেগে আছে।’বিবিসি জানায়, ভূমিধসের আশঙ্কা উদ্ধার অভিযানকে আরও বিপজ্জনক করে তুলেছে। এছাড়া সেখানকার মাটি পাথুরে ও বালুময় হওয়ায় ঝুঁকি আরও বেশি। উদ্ধারকর্মীরা জানান, এ কারণে কূপের সরু মুখটি বড় করার চেষ্টা করা হবে খুবই বিপজ্জনক। তারা তাই বুলডোজার ব্যবহার কূপের পাশে একটি বিশাল পরিখা কাটা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, তারা প্রায় শিশুটির কাছে পৌঁছে গেছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, পরিখাটি কূপের সমান গভীরতায় পৌঁছে গেলেই উদ্ধারকারীরা ছেলেটির কাছে যেতে আনুভূমিকভাবে খনন শুরু করতে পারবেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এ উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলটি মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর তামোরোতে। এর চারপাশের রাস্তাগুলোতে প্রচুর গাড়ি এবং বাস থেমে আছে। সেখানে জড় হয়েছেন হাজারো মানুষ। তারা উদ্ধারকারীদের উল্লাসধ্বনি দিয়ে উৎসাহিত করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct