আপনজন ডেস্ক: এতদিন দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভর্তির ফি ছিল সরকারি মেডিক্যাল কলেজের থেকে অনেক গুণ বেশি। তাই সহজে গরিব বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা উচ্চ ফি দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেত না। এবার সেই নিয়ম বদলাতে চলেছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এবার থেকে দেশের সব বেসরকারি মেডিক্যাল কলেজে কমপক্ষে ৫০ শতাংশ আসনে যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি মেডিক্যাল কলেজগুলির মতো একই ফি থাকবে। এই নির্দেশটি নিঃসন্দেহে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্বস্তি দেবে। কারণ, বেসরকারি মেডিক্যাল কলেজ ফি সর্বদা খুব বেশি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এ যারা ভাল ফল করবে তাদেরকে মেধার ভিত্তিতে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এ ব্যাপারে ন্যাশনাল মেডিক্যাল কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বেশ কিছু পরামর্শের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে ৫০ শতাংশ আসনের ফি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি মেডিক্যাল কলেজের ফি-এর সমান হতে হবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন কর্তৃক জারি করা বিজ্ঞপিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলি সরকারি মেডিক্যল কলেজগুলির জন্য যে ভর্তি ফি নির্ধারণ করবে সেই ফি বেসরকারী কলেজগুলিকেও ৫০ শতাংশ আসনের জন্য মেনে চলতে হবে। মেধার ভিত্তিতে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাই প্রথম এই সুবিধা পাবেন। কিছু কলেজে মেধা কোটা ৫০ শতাংশের নীচে রয়েছে। সে ক্ষেত্রে, এই জাতীয় কলেজগুলি কেবল যোগ্যতা পরীক্ষায় তাদের স্কোর বিবেচনা করে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করবে। ভর্তির জন্য কোনও ক্যাপিটেশন ফি নেওয়া যাবে না এবং মুনাফা অবশ্যই ফি নির্ধারণের ভিত্তি হতে পারে না। এর আগে, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির প্রতিটি আসনের ফি নির্ধারণের স্বায়ত্তশাসন ছিল। এটি অনেক সমালোচনা করেছিল এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এরপর বেসরকারি ও সরকারি মেডিক্যাল কলেজের ফি-র বৈষম্য মেটাতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন গঠন করা হয়। ২০১৯ সালের নভেম্বরে গঠিত বিশেষজ্ঞ কমিটির নির্দেশনার জন্য প্রাপ্ত ১৮০০টি প্রতিক্রিয়া বিবেচনা করে কমিশনের নির্দেশিকাগুলি প্রস্তুত করা হয়েছিল। অবশেষে তা মানার জন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলির প্রতি নির্দেশ জারি করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct