সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: শুক্রবারের মাঝারি বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা ভাঙড়ের শাক-সবজি চাষে। চিন্তার ভাঁজ চাষী ভাইদের কপালে। এই সময় ভাঙড় ১ এবং ২ নম্বর ব্লকের ১৯ টি অঞ্চলে শীতকালীন সবজি হিসাবে ফুলকপি, বাঁধাকপি ও লঙ্কা ব্যাপকভাবে চাষ করা হয়। পাশাপাশি শাক হিসাবে পালন চাষ করে থাকেন চাষীরা। এই সমস্ত শাক ও সবজির ব্যাপক চাহিদা রয়েছে শহর কোলকাতা, বিধাননগর, নিউটাউন, দমদম অঞ্চলে। কাছাকাছি অবস্থান হওয়ায় টাটকা শাকসবজি সহজে পৌঁছে দেওয়া সম্ভব হয় দ্রুত। দামও পাওয়া যায় যথেষ্ট চড়া। কিন্তু অকাল বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষীদের। এদিন বৃষ্টি নামতেই জল মাথায় কোদাল নিয়ে মাথায় গামছা বেঁধে চাষের জমিতে নামতে দেখা যায় কৃষক ভাইদের। আল কেটে যতটা সম্ভব জমা জল বার করে দিতে পারলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব বলে কৃষকরা জানান। তবে ক্ষতির আশঙ্কা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না অন্নদাতারা। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের ছেলেগোয়ালিয়ার চাষী রবিউল ইসলাম আপনজন প্রতিনিধিকে জানান, "আমার পাঁচ কাঠা জমির লঙ্কা চাষ রয়েছে। বৃষ্টিতে গাছ মরে যাওয়ার আশঙ্কায় আছি।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct