নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: একই দিনে মাঠ থেকে চাষির পাঁচটি পাম্প মেশিন চুরি! চোরের নজর থেকে বাদ পড়েনি বিধায়কের পাম্প মেশিনও। মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে চোরের উৎপাত।কখনো রাস্তা থেকে মোবাইল ছিনতাই তো কখনো আবার বাইক চুরি।এতে এলাকার মানুষ চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে।এবার চুরি হলো মাঠ থেকে ৫ টি ডিজেল চালিত পাম্প মেশিন।চুরির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া মৌজার ৮১ নং জাতীয় সড়কের দুই ধারে।গাংনদীয়া মৌজার বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে বাংরুয়া,আলিনগর , গাংনদীয়া, পিপলা ও কাশিমপুর গ্রামবাসীদের চাষের জমি।শুক্রবার বাংরুয়া গ্রামের হায়দার আলী,কালাম,আলহাজ্ব ও শাহজাহান আলি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
চাষি হায়দার আলী জানান জমিগুলিতে ডিজেল চালিত পাম্প মেশিন গুলো দিয়ে সেচ করা হতো।একই দিনে পাঁচটি ডিজেল চালিত পাম্প চুরি হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার কৃষকদের মধ্যে।তার মধ্যে একটি মেশিন ছিল হরিশ্চন্দ্রপুর বিধান সভার প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের। মোস্তাক আলম চুরির বিষয়টি থানায় মৌখিকভাবে জানালেও তারা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে, রাজ্যের খোদ বিধায়কের জমিতে থাকা পাম্প চুরি হয়ে যাওয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct