সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূমের লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামে অবৈধ কাঁচা কয়লা মজুদের পরিপ্রেক্ষিতে পুলিশী অভিযান অব্যাহত। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে নওপাড়া গ্রাম থেকে ২০ ডাম্পার আনুমানিক ৩০০ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল বীরভূম জেলা পুলিশ। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা। অবৈধ কয়লা মজুদ রাখার ঘটনায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুরজিৎ কুমার দে- বোলপুর এর নেতৃত্বে ডিএসপি হেডকোয়ার্টার, চন্দ্রপুর সি আই, খয়রাশোল, চন্দ্রপুর,কাঁকরতলা ও লোকপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের তত্বাবধানে অবৈধ ভাবে রাখা মজুদ কয়লা উদ্ধার কাজ চালাচ্ছে বিশাল পুলিশবাহিনী।। আরো অবৈধ কয়লা উদ্ধার হবে বলছেন পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য,২৮ জানুয়ারি লোকপুর থানার নওপাড়া গ্রামে অবৈধ ভাবে রাখা মজুদ কয়লা উদ্ধার করতে গিয়ে পুলিশ ও কয়লা মাফিয়াদের খন্ডযুদ্ধ বেঁধে যায়।পুলিশের গাড়ি ভাঙচুর ও একটি ডাম্পারে আগুন লাগিয়ে দেয়।সেদিনের ঘটনায় দুই পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ ও সিভিক কর্মী আহত হন,পাশাপাশি গ্রাম বাসিদের মধ্যে ও ছয়জন আহত হয়েছেন বলে গ্রামবাসিদের দাবি।সেদিন দুই- তিন ডাম্পার কয়লা উদ্ধার হয়। আরো কিছু অবৈধ কয়লা উদ্ধার হতে পারে বলে পুলিশ মনে করছেন। পুলিশের উপর হামলার ঘটনায় এপর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনায় জড়িত অন্যান্য ব্যাক্তিদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct