অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: গোপন চুক্তির ভিত্তিতে আত্রেয়ী খাঁড়ি দখল করছে একশ্রেণীর প্রোমোটার। এই অভিযোগে এর আগেও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। বালুরঘাট টাউন বিজেপির তরফে লাগাতার এই বিষয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। বালুরঘাট শহরের পদ্মপুকুর এলাকায় বিজেপির তরফে আত্রেয়ী খাঁড়ি দখলের প্রতিবাদে মিছিল ও ধর্না কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু তাদের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যদিও বালুরঘাট শহর বিজেপির সভাপতি সুমন বর্মনের দাবি, বালুরঘাটের জীবন রেখা আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের নেতারা এসি পার্টি অফিস বানিয়েছে এবং তৃণমূল ও প্রোমোটারদের গোপন চুক্তির ভিত্তিতে আত্রেয়ী খাঁড়ি দখল করে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উজ্জ্বল বসাক জানান, আত্রেয়ী খাঁড়ি যদি কেউ দখল করে তাহলে তা দখলমুক্ত আমরা অবশ্যই করব। আমাদের পরিকল্পনা রয়েছে আত্রেয়ী খাঁড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধি করা। খাঁড়িতে জল ধরে রেখে সেখানে মাছ চাষ করা। আত্রেয়ী খাঁড়িতে নৌকা বিহারের পরিকল্পনা রয়েছে।পাশাপাশি জেলা সভাপতি আরো জানান, দলীয় পার্টি অফিসের যে কথাটি বলা হচ্ছে এটা ঠিক নয়। সেখানে পার্টি অফিস অনেক কয়েক বছর আগেই তৈরি হয়েছে। হঠাৎ করে এই নির্বাচনের মুখে এই বিষয়টিকে নিয়ে যে নাটক করা হচ্ছে তা মানুষ কখনোই মেনে নেবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct