নাজিম আক্তার,চাঁচল,আপনজন: অষ্টম,নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির খুলে গেল ক্লাসের দরজা। করোনা ভাইরাসের অতি সক্রিয়তায় বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, দীর্ঘ কুড়ি মাস অপেক্ষার পর গত ১৬ ই নভেম্বর স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছিল । কয়েক মাস পর আবার বন্ধ হয়ে যায় স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন । স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বাদে আগেই প্রায় সবার বন্ধ গেট খুলে গিয়েছিল । কিন্তু তার পরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিছুতেই খুলছিল না , অবশেষে ৩ রা ফেব্রুয়ারি খুলে গেল অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের দরজা। খুশি ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সকলেই । সোনামুখী সহ জেলার সমস্ত স্কুলগুলিতে বাজলো সেই ঢঙ ঢঙ ঘন্টা । আনন্দিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরাও । স্কুল খুলে দেওয়াতে ছাত্রছাত্রীরা পুনরায় শিক্ষাঙ্গনে এসে সুস্থ পরিবেশ সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং প্রতিটি স্কুলে সম্পূর্ণ সরকারি বিধি নিষেধকে মান্যতা দিয়ে পঠন-পাঠনের সুবন্দোবস্ত করেছেন স্কুল কর্তৃপক্ষ । জেলার বিভিন্ন স্কুলগুলিতে প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । পড়ুয়ারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন , অনলাইনে ঠিকঠাক ক্লাস হতো না অনেক সমস্যায় পড়তে হতো আমাদের । কিন্তু এবার থেকে স্কুলে পঠন-পাঠন শুরু হচ্ছে এর ফলে পড়াশোনা খুব ভালো হবে এবং আমরাও ভীষণ খুশি দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবদের সঙ্গে আবার দেখা হচ্ছে । শিক্ষকরা জানান , সরকারি নিয়মকে মান্যতা দিয়ে আমরা পঠন-পাঠনের সুবন্দোবস্ত করেছি । দীর্ঘদিন পর ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করব খুবই ভালো লাগছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct