আপনজন ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে সঙ্গীত ও বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ করেছে তালেবান। তালেবান কর্মকর্তারা এই প্রদেশের স্থানীয় মিডিয়া সংস্থাগুলোকে সঙ্গীত ও বিনোদন অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করতে বলেছে। মঙ্গলবার আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় রেডিও ও টিভি স্টেশনগুলোর ম্যানেজারের সঙ্গে এক বৈঠকের সময় খোস্তের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান এই ঘোষণা দেন। তাদের সকল সম্প্রচার অনুষ্ঠানে ‘ইসলামিক কাঠামো’ অনুসরণ করার নির্দেশ দেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে চালকদের তাদের গাড়িতে গান বাজাতে নিষেধ করে তালেবান। এছাড়া অক্টোবরে বিয়ে বাড়িতে গান শোনায় দুই অতিথিকে গুলি করে হত্যা করে তালেবান। নিহতের পরিবার জানায়, নানগরহরের সরখ্রুদে বিয়ের অনুষ্ঠানে গান বাজায় তালেবান যোদ্ধারা গুলি ছুড়ে। গত বছরের অগাস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপর একের পর এক কঠোর আইন চালু করে তালেবান কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct