আপনজন ডেস্ক: ম্যাচে ঘটনার কমতি ছিল না। দুটি পেনাল্টি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। প্রথম পেনাল্টির ঘটনায় বুরকিনা ফাসোর গোলকিপার হার্ভে কফি চোট পেয়েছেন। ৬৯ মিনিট পর্যন্ত তবু গোল পায়নি কেউ। ৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়েছে সেনেগাল। ৬ মিনিট পরই ব্যবধান কমিয়েছে বুরকিনা ফাসো। নাটকীয় এক ম্যাচে তবু অতৃপ্তি ছিল। সেটা দূর করেছেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। ম্যাচের মীমাংসা টানা গোল করেছেন, যাতে ছুঁয়েছেন সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। মানের রেকর্ডের স্বাদ নিয়েই বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে চলে গেছে সেনেগাল। আগামী রোববার ফাইনালে সেনেগালকে খেলতে হবে স্বাগতিক ক্যামেরুন ও মানের ক্লাব–সতীর্থ মো সালাহর মিসরের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। তবে প্রতিপক্ষ কে, তা নিয়ে ভাবতে রাজি নন মানে। ২০১৯ সালেও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল তারা।
কিন্তু মূল কাজ করা হয়নি তাদের। আলজেরিয়ার কাছে হেরে গিয়েছিল সেনেগাল। এবার আর সেটা হতে দিতে চান না এই ফরোয়ার্ড, ‘আমরা কেমন দারুণ ছন্দে আছি, সেটা এ ম্যাচই দেখিয়েছে। আমরা জানতাম টানা দুটি আফকনের ফাইনালে ওঠা সহজ হবে না। কিন্তু আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো এবার পুরো কাজ শেষ করা এবং জেতা, সেটা যার বিপক্ষেই (ফাইনাল) হোক না কেন।’ গতকাল ৭০ মিনিটে আবদু দিয়ালোর গোলে এগিয়ে গিয়েছে সেনেগাল। ৭৬ মিনিট মানের সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেছেন পিএসজি মিডফিল্ডার ইদ্রিসা গে। কিন্তু বুরকিনা ফাসো হাল ছাড়েনি। ৮২ মিনিটে ব্যবধান কমান ব্লাতি তোরে। ৮৭ মিনিটে ইসমাইলা সারের পাস থেকে সেনেগালকে স্বস্তি দেন দলের সেরা তারকা মানে। এ নিয়ে সেনেগালের হয়ে ২৯ গোল হয়ে গেল মানের। দেশটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল শুধু হেনরি কামারার। উলভারহ্যাম্পটন, সাউদাম্পটন ও ওয়েস্টহাম ইউনাইটেডের মতো ক্লাবে খেলা এই স্ট্রাইকার ৯৯ ম্যাচে করেছেন ২৯ গোল। গতকাল নিজের ৮৬তম ম্যাচেই কামারাকে ছুঁয়ে ফেলেছেন মানে। রেকর্ডটি নিজের করে নিতে হাতে অনেক সময় পাচ্ছেন ২৯ বছর বয়সী মানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct