আব্দুস সামাদ মন্ডল,দেগঙ্গা,আপনজন: আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, মিম প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে তিনি ওয়েসির শারীরিক সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে দ্বিমেরুকরণ করে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও মানুষের মৌলিক সমস্যা সমাধান তারা করছে না। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মানুষকে ধাপ্পা দিচ্ছেন, এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক রক্তদান শিবিরের সূচনা করে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক মহম্মদ নওশাদ সিদ্দিকী এই অভিযোগ করেন। তিনি বলেন, বাঙালি মুসলমানকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের পেছনে সরকারি মদত যেমন আছে, তেমনি সম্প্রদায়ের ভেতরেও অনেকে দায়ী। তিনি সংখ্যালঘু মুসলমানদের জন্য বরাদ্দ টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যে বেহাত হওয়া ওয়াকফ ও একই সাথে দেবত্ব সম্পত্তির উদ্ধারের জন্য বিধানসভার ভেতরে সরব হব। এদিনের রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, কুতুব ফাতেহি,আঃ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct