সাদ্দাম হোসেন মিদ্দে,নিউটাউন,আপনজন: অতি সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকার ‘দুয়ারে মদ’ প্রকল্প ঘোষণা করেছে। চারটি মদ সংস্থাকে বাড়ীতে মদ পৌঁছানোর দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। এমন ঘোষণার পর বিরোধীদের ও সুশীল সমাজের সমালোচনায় বিদ্ধ হয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এবার প্রকল্পের বিরোধিতায় সরাসরি পথে নামছে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া। এই মর্মে বৃহস্পতিবার দুপুর বারোটায় সাংবাদিক সম্মেলন আয়োজন করে ওয়েলফেয়ার নেতৃত্ব। নিউটাউন যাত্রাগাছিতে পার্টির রাজ্য সদর দফতরে এদিন সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, সম্পাদক আবু তাহের আনসারী, ওয়ার্কিং কমিটির সদস্য মাহিনুর জামান প্রমুখ। ওয়েলফেয়ার নেতৃত্ব এদিন ঘোষণা করে, ফেব্রুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হবে। রাজ্য ও জেলা স্তরে কর্মসূচির মধ্যে রয়েছে রাজ্যপালের নিকটে স্মারক লিপি প্রদান ও ডিএমদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা। বিডিওদের নিকটে ডেপুটেশন জমা, মহিলাদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি, পাশাপাশি অনলাইনে মাধ্যমে বিশিষ্টদের নিয়ে টকশো, ওয়েবিনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct