সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে কৃষক আন্দোলনে। সাতশত শহীদ কিষানের প্রাণের বিনিময়ে দীর্ঘ এক বছর ধরে চলা ঐতিহাসিক কৃষক আন্দোলন বিরাট জয় ছিনিয়ে এনেছিল শত বাধা বিপত্তকে তোয়াক্কা না করে। গত ১ লা ডিসেম্বর ২০২১ কেন্দ্রীয় সরকার আন্দোলনের প্রধান দাবি গুলো পালন করার লিখিত প্রতিশ্রুতি দিলে কৃষক আন্দোলন স্থগিত রাখা হয় সংগঠনগত ভাবে । কিন্তু মোদী সরকারের দেওয়া প্রতিশ্রুতি প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও বাস্তবায়িত হয়নি। তারই পরিপ্রেক্ষিতে সংযুক্ত কিষান মোর্চা এবং সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি ৩১ শে জানুয়ারি সারা দেশজুড়ে বিশ্বাসঘাতকতা দিবস পালনের ডাক দেয়। সোমবার সারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা দিবস পালিত হয় বীরভূমের সিউড়ি, বোলপুর, রামপুরহাট, রাজনগর এলাকায়। জেলা সদর সিউড়ি, বোলপুর, রামপুরহাট, রাজনগর, নলহাটি সহ বিভিন্ন প্রান্তে বিশ্বাসঘাতকতা দিবস পালনের চিত্র দেখা যায়।এস ইউ সি আই কমিউনিস্ট প্রভাবিত সারা ভারত কিষান ক্ষেতমজুর সংগঠন,বামফ্রন্ট, নকশাল প্রভৃতি দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ভাবে মিছিল ও পথ সভায় বক্তব্যের মাধ্যমে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার দিকগুলো তুলে ধরেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct