আপনজন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। এছাড়া আহত হয়েছে আরও ৪৮ জন। রাজধানী কুইটোতে ভারী বর্ষণের ফলে এই ভূমিধসের ঘটনা ঘটে। বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স। দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতে কুইটোতে কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়েছে রাস্তাঘাটসহ বহু বাড়িঘর। অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেছেন, উদ্ধারকারী দলগুলো কাদায় ঢেকে যাওয়া বাড়িঘর ও রাস্তাঘাট উদ্ধারে কাজ শুরু করেছে। তিনি জানান, সোমবার কুইটোতে ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ২০০৩ সালে সেখানে এ ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। রয়টার্স জানিয়েছে, ভূমিধসটি হয়েছে মূলত রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে। সেখানে অনেক জায়গায় পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফলে অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের তরফে আরও ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়নি। স্থানীয় মেয়রের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের রাস্তাঘাট পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct