নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর,আপনজন: ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস আর এই বিশ্ব ক্যান্সার দিবসের প্রাক্কালে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বাসিন্দা,শালবনী হাইস্কুলের দুই শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস এবং সালমা খাতুন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা আল্পনা দেবনাথ বোস জীববিজ্ঞানের শিক্ষিকা এবং মীরবাজারের বাসিন্দা সালমা খাতুন ইংরেজীর শিক্ষিকা। ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে তাঁরা এই কাজটি করলেন। বুধবার গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। উল্লিখিত দুই শিক্ষিকা ক্যান্সার রোগীদের পরচুলার জন্য নিজেদের মাথার শখের লম্বাচুলের সিংহভাগই কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন ‘মদত’ ট্রাস্টে। তাঁদের এই কাজে তাঁরা পাশে পেয়েছেন নিজেদের পরিবারকে।তাঁরা জানান, তাঁদের মাথার এই চুল যদি ক্যানসার আক্রান্তদের সাহায্যে আসে তাহলে তাঁরা নিজেদের ধন্য মনে করবেন।আগামী দিনেও তাঁরা এভাবে মানুষের পাশে থাকতে চান।পাশাপাশি তাঁরা অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যা আল্পনা দেবনাথ বোস জানান,ক্যান্সার দিবসকে সামনে রেখে,তাঁর প্রিয় সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্রের দশম বর্ষ উদযাপন উপলক্ষ্যে তিনি তাঁর মাথার চুল দান করলেন। উল্লেখ্য মাস কয়েক আগেই এভাবেই মাথার চুল দান করেছিলেন আল্পনা দেবনাথ বোসের মেয়ে মনীষিতা বোস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct