আপনজন ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লোকসভায় তার ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার বললেন, কেন্দ্রীয় সরকার রাজ্য গুলির কণ্ঠ দমন বা ধ্বংস করতে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন, পেগাসাস স্পাইওয়্যারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাহুলের এই বক্তব্যের আপত্তি জানিয়ে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আইনমন্ত্রী কিরেন রিজিজু। রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কের সময় সংসদে একটি জ্বালাময়ী বক্তৃতায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করে বলেন, একজন রাজার ধারণা ফিরে এসেছেন। তিনি বলেন, এখন দুটি স্বতন্ত্র ভারত রয়েছে, একটি ধনীদের জন্য এবং অন্যটি দরিদ্রদের জন্য। ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ছে। গরিব হিন্দুস্তানের আজ কর্মসংস্থান নেই। রাষ্ট্রপতির ভাষণে বেকারত্ব নিয়ে একটি শব্দও ছিল না। কীভাবে এই পরিস্থিতির সৃষ্টি হল সেই প্রশ্ন তোলেন।
রাহুল আরও বলেন, ভারতের সংবিধান পড়েন, আপনি দেখতে পাবেন যে ভারতকে একটি ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে। এর মানে হল যে তামিলনাড়ুর জনগণ উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের মতো একই অগ্রাধিকার পাবে। মণিপুর, নাগাল্যান্ড, জম্মু ও কাশ্মীরকে একই অগ্রাধিকার দেওয়া উচিত। এটি একটি গুরুতর সমস্যা এবং আমি এর একটি গুরুতর উত্তর চাই। কেন্দ্রের রাজনীতি দেশে বিদ্বেষ সৃষ্টি করেছে। চিন প্রসঙ্গে রাহুল বলেন, রাহুল গান্ধী বলেছেন, ‘আমি আমার দেশ নিয়ে খুব চিন্তিত। আজ ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং চারদিক থেকে বেষ্টিত। আপনি এই দেশ এবং এর জনগণকে বড় ঝুঁকির মধ্যে ফেলছেন। ডোকলাম ও লাদাখ নিয়ে চীনের পরিকল্পনা খুবই স্পষ্ট, যেখানে ভারতের পররাষ্ট্রনীতিতে অনেক ভুল রয়েছে। চীন আজ ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct