আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত ইসরায়েলকে একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শীর্ষ এই মানবাধিকার গ্রুপটি বলেছে, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী অপরাধ’ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া ‘ফিলিস্তিনের একটি নিকৃষ্ট বর্ণবাদী গ্রুপ’ হিসেবে বিবেচনা করায় ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতেই হবে বলে জানিয়েছে গ্রুপটি। ইসরায়েল ইস্যুতে ২৮০ পাতার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নিপীড়নমূলক এবং আধিপত্যশীল একটি ব্যবস্থা জারি রেখেছে। ফিলিস্তিনি ভূমি ও সম্পত্তি দখল, বেআইনি হত্যা, জোর করে স্থানান্তরিত, চলাফেরা সীমিত করা, প্রশাসনিক আটক এবং ফিলিস্তিনিদের জাতীয়তা এবং নাগরিকত্ব অস্বীকারের মতো নানা ইসরায়েলি নিপীড়নের তথ্য উঠে এসেছে অ্যামনেস্টির অনুসন্ধানে। মানবাধিকার গ্রুপটি বলছে, এসব এমন একটি ব্যবস্থার উপাদান যা আন্তর্জাতিক আইনে জাতিবিদ্বেষ হিসেবে অভিহিত। অ্যামনেস্টির ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের পররাষ্ট্র এবং বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার লাপিড। তিনি বলেন এই প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত। তিনি অভিযোগ করেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীর ছড়ানো মিথ্যা প্রতিধ্বনিত করছে অ্যামনেস্টি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct