আপনজন ডেস্ক: ভারতের বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বাজেটেও বাংলাদেশের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি করা হয়। বাংলাদেশ ছাড়াও তালেবান শাসিত আফগানিস্তানের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মায়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৬০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে। তালেবানশাসিত আফগানিস্তানের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। যদিও সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে ভুটানের জন্য। ২২৬৬ কোটি টাকা। এছাড়া মরিশাস দ্বীপরাষ্ট্রটির জন্য ভারত বরাদ্দ করেছে ৯০০ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এছাড়া আফ্রিকায় ভারতীয় দূতাবাস খোলার জন্য ভারত বরাদ্দ করেছে ২৫০ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct