আপনজন ডেস্ক: এবার আর কোনও রাখঢাক না করে আমেরিকাকে কাঠগড়ায় তুলে পুতিন জানিয়ে দিলেন, ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধের মাঠে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আলোচনার পর এমন দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো একটি সংঘর্ষকে অজুহাত হিসেবে ব্যবহার করে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা। এদিকে ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা। এ প্রসঙ্গে পুতিন বলেন, 'ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়া রাশিয়ার জন্য উদ্বেগের কিন্তু যুক্তরাষ্ট্র সে বিষয়টিকে উপেক্ষা করছে।' সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য ও আধুনিক যু্দ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করেই ওই অঞ্চলে উত্তেজনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct