আপনজন ডেস্ক: চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কারে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে। পোপ ফ্রান্সিসসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম এ তালিকায় প্রাথমিক বাছাইয়ে উঠে এসেছে।মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এছাড়াও তালিকায় রয়েছেন ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ারো।এদিকে, প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামটি এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এখনও মহামারি নিয়ে আন্তর্জাতিক সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ কারণে চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন পেয়েছে। অপরদিকে তালিকায় আরও রয়েছেন ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থুনবার্গ, মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এ বিষয়ে কিছু জানায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct