আপনজন ডেস্ক: প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে ফেসবুক। প্রতিমাসে গড়ে ফেসবুক ব্যবহারকারী করছেন ২.৭ বিলিয়ন মানুষ। ফেসবুকের বেশিরভাগ ফিচারই জনপিয়তা পায় ব্যবহারকারীদের কাছে। তবে কিছু ফিচার আছে যেগুলো অচিরেই হারিয়ে যায়। লঞ্চের পরে সাফল্য না পাওয়ার কারণে মাঝে মাঝেই এমন ফিচারগুলো সরিয়ে নেয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ফের একবার এই ঘটনা ঘটতে চলেছে। এবার প্রোফাইল ভিডিয়ো ফিচার সরিয়ে নেওয়ার ঘোষণা করল ফেসবুক। সম্প্রতি নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে আর এই ফিচার কাজ করবে না। শুধুমাত্র যে সব গ্রাহক প্রোফাইল ভিডিও সেট করে রেখেছেন সেই গ্রাহকদেরই এই নোটিফিকেশন পাঠিয়েছে ফেসবুক। আগামী ৭ ফেব্রুয়ারির আগে সেই গ্রাহকদের প্রোফাইল ভিডিও সরিয়ে নতুন প্রোফাইল ছবি সেট করতে। তারা নিজেরা না করলেও নির্দিষ্ট দিনের পর প্রোফাইল ভিডিও কভার ইমেজ নিজে থেকেই আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে। তবে আপনার প্রোফাইলেও প্রোফাইল ভিডিয়ো সেট করা থাকলে তা ডাউনলোড করে ডিলিট করে দেওয়ার সুযোগ দিচ্ছে ফেসবুক। তবে হঠাৎ করে নয়। এই সিদ্ধান্ত এসেছিল গত বছরেই। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল সেই বিষয়ে কোন তথ্য কোম্পানির তরফে জানানো হয়নি। এরআগে ২০১৫ সালে প্রোফাইল ভিডিও ফিচার নিয়ে আসে ফেসবুক। প্রায় সাত বছর ধরে এই ফিচার উপস্থিত থাকলেও খুব কম সংখ্যক গ্রাহক প্রোফাইল ভিডিও ব্যবহার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct