আপনজন ডেস্ক: ভারতী এয়ারটেলে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল। প্রায় ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। এ বিষয়ে এয়ারটেল জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য এই চুক্তিটি হয়েছে। গুগল এর মাধ্যমে এয়ারটেলের ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করবে। ভারতী এয়ারটেল’র চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেন, ' ভারতে ডিজিটাল ইনোভেশন ছড়াতে আগামীদিনে এয়ারটেল ও গুগল একযোগে কাজ করবে। গুগলের সাথে কাজ করার মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমের গভীরে ও ব্যাপকভাবে কাজ করার প্রত্যাশা রইল।' এই চুক্তির মাধ্যমে ভারতে আরও কম মূল্যে মোবাইল ফোন কিনতে সক্ষম হবেন ক্রেতারা। ভারতে প্রাযুক্তিক যোগাযোগ ও সমতাভিত্তিক ইন্টারনেট বিস্তারের নিশ্চয়তা প্রদানে এয়ারটেল পথ-প্রদর্শসকারী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি বলেন, 'এয়ারটেলের সাথে এধরনের কাজের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে গর্ব অনুভব করছি।' আগামী দিনে দুটো প্রতিষ্ঠান ভারতে ডিজিটাল পরিবর্তনে ক্লাউড ইকো-সিস্টেম গড়ে তুলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct