জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: হাসপাতালের অনুমোদন হয়ে ভবন নিমার্ণের পর কেটে গেছে প্রায় এক দশকেরও বেশি সময়। তবু আজও পর্যন্ত চালু হলো না পুরুলিয়ার ঝালদা এলাকার বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত হাসপাতাল। কেন্দ্রে তখন ইউপিএ সরকার আর রাজ্যে ক্ষমতায় বাম। আর ঠিক সেই সময় ২০০৬ সালে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার বিড়ি শ্রমিকদের জন্য পুরুলিয়া জেলার ঝালদা টালি সেন্টারে বিড়ি শ্রমিকদের হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেয়। জমি জট কাটে স্থানীয় সমাজ সেবী অনুসুয়া দেবীর জমি দানের ফলে পরে।
২০০৮ সালে ৮ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়। তারপর হাসপাতাল নির্মাণের কাজ প্রায় সমাধান হওয়ার পরও আজ অবধি চালু হয়নি এই হাসপাতাল। পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। কেন আজও চালু হলনা এই হাসপাতাল এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সিটু অনুমোদিত বিড়ি শ্রমিক ইউনিয়নের পুরুলিয়া জেলা সভাপতি ভীম কুমার বলেন, শুধু মাত্র কেন্দ্র ও রাজ্য সরকারের সৎ ইচ্ছার অভাবেই আজ পর্যন্ত এই হাসপাতাল চালু হয়নি। কেননা বাম সরকারের পতনের পর এই সরকার এই হাসপাতালের জন্য কিছুই করে নি। এটি তো বিড়ি শ্রমিকদের সেস এর টাকা দিয়ে হচ্ছিল কেন্দ্র সরকার শুধু নিয়ন্ত্রণ করতো তবু এত এত বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত এই হাসপাতাল নিয়ে এই দুই সরকারের কেউ কিচ্ছু করে নি। অন্যদিকে জানা যায় এই হাসপাতাল নির্মাণে যিনি প্রচুর লড়াই করেছেন তিনি হলেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। গোটা বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলার মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, বিষয়টি জানি , দেখছি কি করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct