নবাব মল্লিক,রায়দিঘী,আপনজন: আইনি জটিলতায় ২ বছর আটকে ছিল ডিএলএড এর সার্টিফিকেট। বারবার কলেজে যাওয়ার পরও মিলছিল না সার্টিফিকেট। এমনই ঘটনা মথুরাপুর ২ নং ব্লকের সিদ্বার্থ বিএড কলেজের। কলেজের ৫০ জন ছাত্র-ছাত্রী এই সমস্যার মধ্যে পড়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন অবশেষে রায়দিঘীর বিধায়ক অলক জলদাতার উদ্যোগে সেই সমস্যার সমাধান ঘটল সোমবার। ছাত্র-ছাত্রীরা সপ্তাহ খানেক আগে কোনোও সমাধান না পেয়ে দারস্থ হয় রায়দিঘীর বিধায়কের কাছে। এরপর একটি কমিটি গঠন করা হয়। দ্রুত সার্টিফিকেট দেওয়ার পক্রিয়া শুরু হয়। পরে জানা যায় কলেজের নিজস্ব সমস্যায় আইনি জটিলতায় সার্টিফিকেট মন্দিরবাজারের মৌজপুর বিএড কলেজে আটকে ছিল। সোমবার সেখান থেকেই মথুরাপুর ২ নং ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষের হাত থেকে সার্টিফিকেট দেওয়া হয়। ২ বছর পর এই সার্টিফিকেট পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct