সেক আনোয়ার হোসেন,কাঁথি,আপনজন: রবিবার কাঁথি সাংগঠনিকভাবে একটি নির্বাচনী কার্যালয়ে শুভ সূচনা করে মন্ত্রী অখিল গিরি। আসন্ন পৌর নির্বাচনে কাঁথি ও এগরা পৌর সভায় সব কটি ওয়ার্ডে নির্বাচনে রেকর্ড মার্জিনে জয়লাভের জন্য ও নির্বাচনে রণ কৌশল ঠিক করার লক্ষ্যে এই কার্যালয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের।মন্ত্রী অখিল গিরি সভামঞ্চে উঠে একের পর এক অভিযোগ করতে শুরু করেন। বলেন, “কাঁথি পৌরসভা একটি পরিবারের হাতে ছিল প্রায় ৪০ বছর। দুর্নীতির ফাইল ভর্তি হয়েছে। সব তদন্ত চলছে। অল্পদিনেই সর্ব সমক্ষে আসবে। বহু দুর্নীতির ফাইল ওরা জ্বালিয়ে দিয়েছে। আস্থাভাজনদের জেরা করে বহু তথ্যের সন্ধান মিলেছে পার পাবে না ওরা। আগামী দু চারদিন পরেই সমগ্র দুর্নীতির পর্দা ফাঁস হবে। রাজ্য সরকার মামলা করবে। জনসমক্ষে পোস্টার ও ফ্লেক্স তৈরি করে কাঁথি বাসীকে জানানো হবে কোন কোন খাতে কত টাকার দুর্নীতি হয়েছে।” এরপর মঞ্চে ওঠেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। তির্যক কটাক্ষ করেন কাঁথির সাংসদ শিশির অধিকারীকে তিনি বলেন, “নাম বলতে পারছেন না বিরোধী দলনেতার পিতা। তিনি কোন দলে আছেন তাঁর পরিচয়হীন । কারণ গত দিনে দলের ভার্চুয়াল বৈঠকে তমলুকে সাংসদ দিব্যেন্দু অধিকারী যোগ দিলেও যোগ দেননি এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক চেয়ারম্যান অভিজিত্ দাস, সংগঠনে সভাপতি বিধায়ক তরুণ মাইতি, ও বিধায়ক উত্তম বারিক যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ বিশিষ্ট তৃণমূল নেতৃবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct