নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: স্বামী মারা গেছে মাস খানেক আগে।অভাবের সংসারে তিন সন্তানকে নিয়ে অথৈয় জলে পড়েছেন স্ত্রী।তিন সন্তানের মুখে আহার জোগাড়ের আশায় দরজায় দরজায় ঘুরছেন স্ত্রী।কোথায় গেলে মিলবে দুমুঠো ভাত।সেই চিন্তায় ঘুম উড়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের বাসিন্দা রিনা সিংহের। রিনা সিংহের অভাবের কথা জানতে পেরে শনিবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক রতন সাহা ও কামারতা বুথের তৃনমূল কংগ্রেসের কর্মী গৌরাঙ্গ দাস।এদিন তারা রিনা সিংহের হাতে শীতবস্ত্র কম্বল,শাড়ি,জামা ও কিছু খাদ্য সামগ্রী এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করেন।
রতন সাহা জানান মাস খানেক আগে তুলসীহাটা থেকে রেশন নিয়ে যাওয়ার পথে হটাৎ অসুস্থ হয়ে পড়েন ওই গ্ৰামের বাসিন্দা বিনয় সিং। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাড়িতে মারা যায় বলে খবর।পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম অভাব। তিন সন্তানকে নিয়ে অথৈয় জলে পড়েছেন স্ত্রী রিনা সিংহ। সরকারিভাবে সবরকমের সাহায্য পাইয়ে দেওয়ার পাশাপাশি বিধবা ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন রতনবাবু। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ বিডিওকে বলে দ্রুত বিধবা ভাতা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। তুলসিহাটা অঞ্চলে শিয়ালডাগি গ্রামে বিনয় সিংহ নামে ব্যক্তিকে এক মাস আগে মারা যান,করোন ভাইরাস কারণে আমাদের জিনিস পত্র গুলো দেরি হয়, আমি ও কামার্তা তৃণমূল কংগ্রেসের সৈনিক গৌরাগ দাস মিলে তাঁর স্ত্রী রিনা সিংহ হাতে কম্বল শাড়ি সহ বাচ্চাদের কাপর তুলে দিলাম।। আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকরা মৃত বিনয় সিংহ পরিবারের সব রকমের সাহায্য জন্য পাশে থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct