এহসানুল হক,বসিরহাট,আপনজন: মাদ্রাসা ছুট এবং প্রাইমারিতে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তির আবেদন জানিয়ে দুয়ারে দুয়ারে মাদ্রাসার শিক্ষকরা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ২০ মাসেরও বেশি বন্ধ ছিল স্কুল মাদ্রাসা। সম্প্রতি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যস্ত স্কুল খুললেও আবার করোনার বাড়বাড়ন্তের কারণে আবারো বন্ধ স্কুল ও মাদ্রাসা। কিন্তু আগের তুলনায় পড়ুয়ার সংখ্যা কমেছে। সংসারের আর্থিক অভাব অনটনের কারণে অনেকেই স্কুল ছেড়ে শিশু শ্রমিকের কাজ নিয়েছে,কেউবা নিজের সন্তান কে বিবাহ দিয়েছেন। এই কেউ এই রাজ্যে তো কেউ এবার ভিনরাজ্যে চলে গেছেন ইতিমধ্যে। তাই স্কুল খোলার সঙ্গে সঙ্গেই স্কুল ছুট একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায়। অন্যান্য জায়গার মত একই সমস্যা দেখা দিয়েছে বসিরহাটে।
পড়ুয়াদের মাদ্রাসামুখী করতে উদ্যোগ নিল বসিরহাটের আমিনিয়া সিনিয়র মাদ্রাসা। সোমবার মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক পীরজাদা খোবায়েব আমিন, শিক্ষক মাওলানা বাকি বিল্লাহ সহ বেশ কয়েক জন শিক্ষক পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে বোঝান। করোনা আবহে দীর্ঘদিন পঠন-পাঠন বন্ধ ছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পুনরায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে পঠন-পাঠন শুরু হবে। কিন্তু পঠন-পাঠন শুরু হলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নগণ্য হবে এর আগেও হয়েছে। উপস্থিতির হার বাড়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে মিটিংও করেছিলেন। কিন্তু তাতেও তেমন লাভ হয়নি। তাই পড়ুয়াদের মাদ্রাসামুখী করতে শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে হাজির হন। এদিন কর্মসূচির অঙ্গ হিসেবে মাদ্রাসার শিক্ষকরা আশপাশের ত্রিমোহিনী সহ প্রভৃতি গ্রামগুলিতে যান। পড়ুয়াদের মাদ্রাসায় ফেরার আবেদন জানান তাঁরা। পাশাপাশি এদিন মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যাপ্ত ছাত্র-ছাত্রী থাকলেও প্রাইমারিতে তেমন ছাত্রের সংখ্যা বাড়েনি। তাই বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রাইমারিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভর্তি করার আবেদন হানানো হচ্ছে। তিনি বলেন সরকারের সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, কেন আপনাদের বাচ্চাদের ভর্তি করাবেন না, এমনি কথা অভিভাবকদের বোঝানো হয়। পাশাপাশি যারা স্কুলছুট রয়েছে তাদেরকে স্কুল বা মাদ্রাসা মুখী করার জন্য আবেদন জানান তারা। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন এবছর ভর্তি হলে ভর্তি ফি লাগবে না, বিনামূল্যে বই খাতা ব্যাগ জুতা ইউনিফর্ম ইত্যাদি দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct