আপনজন ডেস্ক: ২০২২ সালের কেন্দ্রীয় বাজেট আজ মঙ্গলবার সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের সাধারণ বাজেটকে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের বাজেট বললেও চরম সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে শশী থারুর সবাই।
এবারের বাজেটে যে সব জিনিসের দাম বাড়ছে সেগুলি হল, ছাতা, ইমিটেশন গহনা, একক বা একাধিক লাউডস্পিকার, হেডফোন এবং ইয়ারফোন, স্মার্ট মিটার, সৌর কোষ, এক্স-রে মেশিন, ইলেক্ট্রনিক খেলনার যন্ত্রাংশ ইত্যাদি। আর দাম কমছে যেসব জিনিসের সেগুলি হল: রত্ন পাথর এবং হীরা, সেলুলার মোবাইল ফোনের জন্য ক্যামেরা লেন্স, মোবাইল ফোন চার্জার, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, ইস্পাত স্ক্র্যাপ প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct