সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: এবার ইভটিজিং রুখতে আরো বেশি সক্রিয় হল বিষ্ণুপুর মহকুমা পুলিশ। ১০০ ডায়ালকে অতি সক্রিয় করল বিষ্ণুপুর মহকুমা পুলিশ । মহকুমা পুলিশ আধিকারিকের অফিসেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম । সেখানেই ২৪ ঘণ্টাপুলিশ কর্মী রয়েছেন । আর এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ । অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন । পাশাপাশি এই নাম্বারে ফোনে না পাওয়া গেলে কন্ট্রোল রুমে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেও একইভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যাবে। তবে শুধুমাত্র ইভটিজিং নয় দুর্ঘটনা থেকে শুরু করে যে কোন সমস্যা হলেই তৎক্ষণাৎ মিলবে সমাধান । বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুব উদ্দিন খান বলেন , বাঁকুড়া জেলা পুলিশ সুপারের গাইডেন্স মেনে আমরা ১০০ ডায়ালকে আরো বেশি সক্রিয় করলাম। বিশেষ করে মহিলারা এতে সবথেকে বেশি উপকৃত হবেন । তারা কোন সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা ফোন করে সুযোগ-সুবিধা পাবেন । ইন্দিরা বন্দোপাধ্যায় নামে এক বিষ্ণুপুর শহরবাসী বলেন, পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে মহিলারা ভীষণ উপকৃত হবে। তাছাড়াও পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct