চিনা সংস্থা তৈরি করল সবচেয়ে ছোট অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন৷ ইউনিহার্টজ নামে একটি প্রতিষ্ঠান জেলি নামে বিশ্বের সবচেয়ে ছোট ফোরজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করেছে। এটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে। চীনের সাংহাইভিত্তিক ইউনিহার্টজ নামে একটি স্টার্টআপ জেলি স্মার্টফোন উৎপাদন করেছে। এটি বিশ্বের সবচেয়ে ছোট ফোরজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ডিভাইসটি প্যান্টের কয়েন পকেটে রাখা যাবে। আগস্ট থেকে এই ফোনটি বাজারে অাসার কথা।
জেলি ফোরজি স্মার্টফোনে ডুুয়াল সিম ব্যবহার করা যাবে। জেলি স্মার্টফোনে ২.৪৫ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ১.১ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। আট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার এ ডিভাইসে দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। জেলি স্মার্টফোনের ৯৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি একবার ফুল চার্জে টানা তিনদিন পাওয়ার ব্যাকআপ দেবে।
ডিভাইসটি ফোরজি সমর্থনের পাশাপাশি জিপিএস, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই সংযোগ সুবিধা সমর্থন করবে।জেলি ডিভাইসটি দিয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং বা অ্যাপলের সাথে প্রতিযোগিতা করা তাদের উদ্দেশ্য নয়। টেলিযোগাযোগের ক্ষেত্রে মানুষ এটি ব্যাকআপ ডিভাইস হিসেবে ব্যবহার করুক এটাই তাদের প্রত্যাশা। ডিভাইসটির এক গিগাবাইট র্যাম ও আট গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণের মূল্য ১০৯ ডলার এবং দুই গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণের মূল্য ১২৫ ডলার নির্ধারণ করা হয়েছে। উভয় সংস্করণের অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct