ওয়ারিশ লস্কর,মগরাহাট,আপনজন: শুভ বুদ্ধি ও সম্প্রীতির আদর্শকে পাথেয় করে এবং নতুন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে মগরাহাট স্পোর্টস লাভার্স গত বছর থেকে প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে এক ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছিল। অংশ নেওয়া ছটি টিমের অধিকাংশ প্লেয়াররা অংশগ্রহণ করে ৪০ বছরের ঊর্ধ্বে। অথচ এই প্রাক্তন খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে কচিকাঁচা থেকে বৃদ্ধরা মগরাহাট মুসলিম অ্যাংলো স্কুলের মাঠে ভিড় জমিয়েছিল চোখে পড়ার মতো মগরাহাট স্পোর্টস লাভার্স এর পক্ষ থেকে ছটি টিম এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জাহির আব্বাস একাদশ, সাবির কাজী একাদশ, আরিফ আহমেদ একাদশ, সৈয়দ রাজু একাদশ, সমীর ঘোষ একাদশ, পারভেজ আহমেদ একাদশ। প্রতিটা খেলা ছিল রোমাঞ্চকর। এ যেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মতো চোখ ঘোরালেই মিস হয়ে যাচ্ছে আকর্ষণ। কে কখন দেখায় কার ব্যাটে কত ৬তার পাশাপাশি কব্জির জোরে কার বল কত দ্রুত। আজ মগরাহাটের মানুষ সাক্ষী রয়ে গেল তারা চায় প্রতিবছর এই দিনটি উৎসবের মতো ঘুরে ফিরে আসুক তাদের জীবনে। কিন্তু দুঃখের বিষয় অনেক প্লেয়ারকে হারিয়েছে তারা। এই সমস্ত প্লেয়ার কে কাছে পেয়ে হারিয়ে যাওয়া প্লেয়ারের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নিরবতার মধ্যে দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে। এছাড়াও ছ টা টিমের ক্যাপ্টেন ও প্রাক্তন ক্রিকেটার দের কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। চ্যাম্পিয়ন হন সমীর ঘোষ একাদশ, এই টুর্নামেন্টে রানার্স হন পারভেজ আহমেদ এর টিম। তাদের জয়কে সবাই সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct