আপনজন ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শেষ পর্যন্ত জানিয়েছেন, ইসলামবিদ্বেষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।একই সঙ্গে তিনি নিজের দেশটিকে মুসলিমদের জন্য আরও নিরাপদ করে গড়ে তুলতে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, 'ইসলামবিদ্বেষ মেনে নেওয়া যায় না। এটি থামানো দরকার। এই ঘৃণা শেষ করে আমাদের সম্প্রদায়কে কানাডীয় মুসলিমদের জন্য আরও নিরাপদ করে গড়ে তুলতে হবে। আর তার জন্য আমরা একজন বিশেষ দূত নিয়োগ দিতে চাই।' ট্রুডোর এ ঘোষণার একদিন আগে, কানাডার আবাসনমন্ত্রী আহমেদ হুসেন এক বিবৃতিতে ইসলামবিদ্বেষ দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগে সরকারের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ' এই দূত নিয়োগ কানাডা সরকারের নতুন বর্ণবাদবিরোধী কৌশলের অংশ হবে।'গত বছর কানাডা সরকার কুইবেক শহরে মসজিদে হামলার স্মরণ ও ইসলামবিদ্বেষের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ২৯ জানুয়ারিকে বিশেষ দিবস ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছিল। আহমেদ হুসেন তার বিবৃতিতে বলেছেন, চলতি বছর ওই সন্ত্রাসী ঘটনার পাঁচ বছরপূর্তিতে কানাডা সরকার দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে এবং ইসলামভীতি ও ঘৃণা-সৃষ্ট সহিংসতা মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct