মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদীয়ার পলাশীপড়ায় দুর্ঘটনায় আহতদের চিকিৎসার গাফিলতির অভিযোগ ভাঙচুর হাসপাতাল। ভাঙচুর করা হয় হাসপাতালের মূল্য সহ অন্যান্য সরঞ্জাম।মুশিদাবাদ জেলার নওয়াদা থানা এলাকা থেকে গরু কিনতে যাবার সময় ঘটে দুর্ঘটনা পলাশী টু বেতাই রাজ্য সড়কে পলাশীপাড়া থানা এলাকার টেংরামারি ব্রিজের কাছে একটি মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হয় দু’জন। আহত ব্যক্তিদের কে উদ্ধার করে পলাশীপাড়া প্রীতিময় হাসপাতালে ঘটনা। সূত্রের খবর, মোটর বাইকে করে চড়ে গ্রাম গরু কিনতে যাচ্ছিলেন আল্লারাখা শেখ ও মাহেরুল সেখদুই ব্যক্তি। যাবার পথে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। গুরুতর জখম অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসা হয় পলাশীপাড়া গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করায়। ওই আহত দুই ব্যক্তির চিকিৎসা অবনতি হয় পরিবারের সদস্যরা কর্মরত চিকিৎসকের চিকিৎসকের কাছে আবেদন করে তাদেরকে অক্সিজেন দেওয়া হোক হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই আহত দুই ব্যক্তিকে অক্সিজেন এর ব্যবস্থা করা হয়নি অক্সিজেন জন্য পলশীপড়া থানায় ওই পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সেখান থেকেও কোনো উত্তর মেলেনি একটি অ্যাম্বুলেন্সের আবেদন করেছিল ওই দুই আহত ব্যক্তিকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেটাও ওই পরিবারের লোকজন পাইনি। বিনাচিকিৎসায় একজনের মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম আল্লারাখা সেখ বয়স ৪৫ পরিবারের লোকজন পলাশীপাড়া হাসপাতালে ভাঙচুর রোগীর আত্মীয়দের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু অভিযোগে। গুরুতর জখম অবস্থায় মাহেরুল সেখ স্থানান্তর করে পরিবারের লোকজন তাকে বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষিপ্ত হয়ে কর্মরত চিকিৎসক ও নার্সদের মারতে যায়। পরিবারে দাবি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় মৃত হয়েছে রোগীর। ফলে দফায় দফায় এলাকায় তীব্র উত্তেজন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct