লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়। যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজ ও ২০১৭ সালে বিশ্ব একাদশ ম্যাচ খেলতে গেলেও বাকি সময়ে আর কোনও দল পাকিস্তান মুখো হয়নি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০২০ সালের এশিয়া কাপের আয়োজক হতে চলেছে পাকিস্তান। এর আগে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। তবে সে সময়ে পাকিস্তান খেলতে না যাওয়ার হুমকি দিলে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২০ এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পাকিস্তান পাওয়ায় স্বাভাবিকভাবেই আপত্তি তুলেছে ভারত। তাছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে বাকি দলগুলোও পাকিস্তানে খেলতে যেতে বরাবরই আপত্তি জানিয়ে আসছে। তাই ধারণা করা হচ্ছে ২০২০ এর এশিয়া কাপও শেষ পর্যন্ত হয়তো সেই আরব আমিরশাহিতেই আয়োজন হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct